নিজেকে হয় নাই চেনা

অনেকদিন ধরেই একটা প্রশ্নের উত্তর খুজে ফিরে আসছি। বিশ্বের পরাশক্তি দেশ থেকে শুরু করে চুনোপুটি দেশ পর্যন্ত সবাই গনতন্ত্রের জন্য চিৎকার করে গলা ফাটাচ্ছেন যার অর্থ দাঁড়ায় গনতন্ত্রই হল সকল শান্তির আসল মন্ত্র। কিন্তু বুড়ো আঙ্গুলে কালি লাগিয়ে গোপন ব্যালটে চপ লাগিয়ে আসার পর আপনি আমি কি কি সুবিধা ভোগ করি? অনেক ভেবে চিন্তে আমি কিছুই পাইনা। একবার শিয়ালের কাছে মুরগী বাগা দিয়ে আসার কথা ভাবুন। মুরগীটা যেই না শিয়ালের হাতে দিলেন, ফিরে আসতে না আসতেই দেখবেন আপনার কোন মুল্যই নেই, যতই চিল্লা চিল্লি করুন না কেন ওটা শিয়ালের পেটে যেতে আর কোন বাধাই থাকে না। তাই আমার প্রশ্ন হল গনতন্ত্রের সুবিধাটা কি? কেন গনতন্ত্র? আরেকটি জিনিস ভেবে আমি কুল পাই না।

 দেশের ভবিষ্যতের জন্য একজন যোগ্য নেতা নির্বাচন করতে ভোটের মাধ্যমে সকলেই মত প্রকাশ করেন। এখন এই মতের ক্ষেত্রে একজন মুর্খের মতামতের মুল্য ও একজন পি এইচডি হোল্ডারের মতামতের মুল্য সমানে সমান। এটা কি করে সম্ভব? একজন মুর্খের মতামতের ওজন ও একজন শিক্ষিত লোকের মতামতের ওজন কেন সমান হবে, তাহলে এখানে শিক্ষার দাম কি থাকলো? আর তাছাড়া একজন মুর্খ কি করে বুঝবে কে নেতা হলে দেশের ভালো হবে? আজ অবধি আমাদের দেশের মুর্খরা কি তা সঠিক ভাবে বুঝে দেখাতে পেরেছে? আমেরিকার কথা ভাবুন, বলা হয় বাংলাদেশ তথা স্বল্পোন্নত দেশগুলোতে গনতন্ত্র এখনও শিশু। কিন্তু আমেরিকায়তো গনতন্ত্র পুর্নতা লাভ করেছে তাহলে সেখানে ভোট দিয়ে আসার পর জনগনের মতামতের কতটুকু মুল্য দেয়া হয়? ইরাক যুদ্ধ, আফগান যুদ্ধ, ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সে দেশের আপামর জনগন অনেকদিন থেকেই শক্ত বিরোধিতা করে আসছে। কিন্তু তাদের কথার মুল্যকি তারা পাচ্ছে? সেদেশের সিটিজেনদেরকে প্রশ্ন করলেই পরিস্কার জানতে পারবেন কতটুকু তথাকথিত গনতান্ত্রিক অধিকার তারা পাচ্ছে? সে দেশের সাধারন জনগন বহির্বিশ্বের সম্পর্কে তো দূরে থাক নিজ দেশের পলিটিকাল অসামঞ্জস্যতার সম্পর্কে বলতে গেলে একেবারেই অজ্ঞ। কারন সেদেশের সংবাদ মাধ্যম অনেক স্ট্রিক্টলি ফিল্টার বা নিয়ন্ত্রন করা হয়। যার কারনে এদের সচেতনতা অনেক অনেক কম।

 একবার একটি ডকুমেন্টারিতে দেখেছিলাম আমেরিকার রাস্তায় সাধারন জনগনকে কিছু অতি সাধারন প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল। অধিকাংশ লোকই সে সব প্রশ্নের উত্তর দিতে পারেন নি। যেমন জিজ্ঞেস করা হচ্ছিল একটা ত্রিভূজের কয়টা বাহু বা সাইড থাকে? বিশ্বাস করুন আর না ই করুন। কেউ এর সঠিক জবাব দিতে পারেন নি। এখন প্রশ্ন হল গনতন্ত্রের সুফল কি তারা পাচ্ছে? আরও পরিস্কার করে যে প্রশ্নটি করতে চাই তা হল, আসলেই কি গনতন্ত্রের কোন সুবিধা আছে কী? পরিশেষে পাঠক কুলের কাছে অনুরোধ গনতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলো জানিয়ে এ অধমকে ধন্য করবেন এই আশায় পোস্টখানা দিলাম। 

উৎসঃ সামহোয়ারইন ব্লগ।

Related Posts:

  • প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন-২০১৫ ক্লাস ও পরীক্ষার ফাঁকে গত ডিসেম্বর মাসজুড়েই নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ জমজমাট ছিল নানা আয়োজনে। বিভাগের ডিবেট ক্লাব অব ল সংগঠনের আয়োজনে ছিল বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ মানবাধিকার দিবসের দেয়াল… Read More
  • পেশীশক্তি নয় চাই বুদ্ধিশক্তিপেশীশক্তি নয় চাই বুদ্ধিশক্তি পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরু পেশীশক্তি নয় চাই বুদ্ধিশক্তি  |  পিইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আইটি বিশেষজ্ঞ মুনীর হাসান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বি… Read More
  • বিতর্কের নানা রূপ বিতর্ক হল বিশেষভাবে তর্ক। অতি সাধারণ কথায় একটি নির্দিষ্ট বিষয়ে দলীয় অবস্থান থেকে তত্ত্ব উদাহরণ ও তথ্য দিয়ে যুক্তিপূর্ণভাবে নিজের বক্তব্য উপস্থাপনাই হল বিতর্ক। বিতর্ককে বলা হয় উদ্বুদ্ধকরণ শিল্প। প্রাচীনকালে গ্রীসের এই … Read More
  • প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিতর্ক আসরের সমাপণী-২০১৫  রোববার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেসিদে রোড ক্যাম্পাসে আইন বিভাগের বিতর্ক সংগঠন ডিবেট ক্লাব অব ল’র (ডিসিএল) আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ১৬… Read More
  • চুয়েটে প্রযুক্তি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রযুক্তি বিষয়ক আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং … Read More

0 comments:

Post a Comment

sfd

sfd

আমাদের কথা

বেশি পড়া হয়েছে

যুক্ত হউন

সাম্প্রতিক

আপনি একজন ............

জানতে চাই আপনার কথা

Name

Email *

Message *