আমরা সকলেই বিভিন্ন সময় বিতর্ক করতে গিয়ে ফৌজদারি আইন কথাটি নিয়ে আসি,কিন্তু আসলেই আমরা কতটুকু জানি।এই না জানা জ্ঞানের ধারাবাহিকতা প্রকাশের প্রথম অংশ হিসেবে এই লেখাঃ(শুধু লাইক না দিয়ে একটু পোষ্টটা পড়ে দেখার অনুরোধ জানাচ্ছি।পরবর্তীতে আরো লেখা প্রকাশিত হবে বিভিন্ন বিষয়ে)
ফৌজদারি আইন অপরাধ দমন ও অপরাধ উদ্ঘাটন, অপরাধীদের বিচার এবং তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে অপরাধীদের প্রদত্ত শাস্তি বা দন্ডের পরিমাণ সম্পর্কিত আইনবিধান। ফৌজদারি আইন ইংরেজ ও দেশীয় প্রথার সমন্বয়ে দীর্ঘকাল ধরে বিকশিত হয়েছে। দেশীয় প্রথার ছিল দুটি ভিন্ন ধারা। একটি ধারা ছিল মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ মুসলিম আইনের আওতাভুক্ত। অপরদিকে ছিল হিন্দু প্রথা ও রীতিনীতি। ব্রিটিশ শাসিত ভারতে ফৌজদারি আইন প্রণয়নের কাজ চূড়ান্ত করতে প্রায় তিন দশক সময় লেগে যায়। আইনের এই সারগ্রন্থ রচনা ছিল দুটি আইন কমিশনের শ্রমসাধ্য প্রচেষ্টার ফল। টমাস বেবিংটন ম্যাকলের নেতৃত্বে প্রথম কমিশন গঠিত হয় ১৮৩৭ সালে। দ্বিতীয় কমিশন ১৮৫৩ সালে ইংল্যান্ডে গঠন করা হয়।
এ সময়ের অন্যতম বিতর্কিত বিষয় ছিল ভারতে অবস্থানকারী ইউরোপীয় এবং ভারতীয়দের জন্য স্বতন্ত্র বিধিব্যবস্থার প্রবর্তন। ইউরোপীয়দের পৃথক আদালত এবং স্বতন্ত্র আইনের অধীনে আনা হয়েছিল। একই আইনের অধীনে নিরাপত্তা বিধানের সমতা এবং আইনের শাসনের নীতির উপর ভিত্তিশীল অভিন্ন বিচার ব্যবস্থার প্রবর্তন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে। এক্ষেত্রেই ম্যাকলে হস্তক্ষেপ করেন। তিনি আইন প্রণয়নের ভিত্তির নীতিমালা নির্ধারণ করে দেন। তিনি একটি সর্বজনীন সমতার নীতি নির্ধারণ করেন এবং যেক্ষেত্রে তা সম্ভব সেক্ষেত্রে তা প্রয়োগ করা এবং ক্ষেত্রবিশেষে পার্থক্য সৃষ্টি করা। এটিই ছিল পথনির্দেশক নীতি যার মাধ্যমে বিচার প্রশাসনের দ্বৈত ব্যবস্থার বিলোপ সাধনের লক্ষ্যে প্রক্রিয়া শুরু হয়।
এ প্রক্রিয়ার ফলেই প্রণীত হয় ভারতীয় পেনাল কোড (১৮৬০ সালের ৪৫ নম্বর আইন) এবং ফৌজদারি কার্যবিধি (১৮৬১ সালের ২৫ নম্বর আইন)। ১৯৪৭ সালের পর ইন্ডিয়ান পেনাল কোডের নাম পরিবর্তন করে পাকিস্তান পেনাল কোড করা হয়। অনুরূপভাবে ১৯৭১ সালের পর পাকিস্তান পেনাল কোড বাংলাদেশ পেনাল কোড নামে পরিচিত হয়। নামের ক্ষেত্রে পরিবর্তন ছাড়া সামান্য কিছু পরিমার্জন সহ পেনাল কোড প্রায় অপরিবর্তনীয় থাকে। ফৌজদারি কার্যবিধি সম্পর্কেও ওই একই কথা বলা যায়। এটি প্রণীত হয় পেনাল কোডে সংযোগ করার জন্য, কেননা পেনাল কোডই ছিল প্রকৃত বস্ত্তনিষ্ঠ ফৌজদারি আইন। আইন বিশেষজ্ঞগণ এ দুয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করেন। ফৌজদারি কার্যবিধি একটি বিশেষণমূলক বা প্রক্রিয়াগত আইন, আর পেনাল কোড হলো স্বাতন্ত্র্যমন্ডিত বাস্তব আইনবিধান। এ পার্থক্য শিক্ষামূলক উদ্দেশ্যে এবং কর্মক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে যুক্তিসিদ্ধ। ফৌজদারি কার্যবিধিতে রয়েছে অপরাধ দমনের জন্য এবং অপরাধীকে পেনাল কোডে অথবা কোন বিশেষ বা স্থানীয় আইনে (ঐ আইনে কোন বিধান না থাকলে) বর্ণিত অপরাধ সংঘটনের কারণে বিচারের জন্য আদালতে সোপর্দ করার বিধিসমূহ। কার্যবিধিতে বিচারের জন্য আদালতের শ্রেণি এবং তাদের অধিক্ষেত্রও সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। এতে রয়েছে তদন্ত, বিচারকার্য বা অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন আদালত কর্তৃক অনুসরণযোগ্য কার্যপ্রণালী বিধি।
অবশ্য একথা বলা সংগত হবে যে, ম্যাজিস্ট্রেটদের সহায়তা ও তথ্য প্রদান করা, পুলিশ ও গ্রেফতারকারী ব্যক্তিবর্গ, দলিলপত্র দাখিল ও অন্যান্য অস্থাবর সম্পত্তি উপস্থাপন করতে বাধ্য করার প্রক্রিয়া এবং অন্যায়ভাবে আটককৃত ব্যক্তিবর্গকে উদ্ঘাটন, পুলিশের নিবর্তনমূলক কাজ, স্ত্রীদের ও সন্তানদের ভরণপোষণ করা, হেবিয়াস কর্পাসের প্রকৃতিতে নির্দেশনা এবং সম্পত্তি বিক্রয় বা বিলি ব্যবস্থার মতো সুনির্দিষ্ট কিছু বিধান ফৌজদারি কার্যবিধিতে অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো প্রকৃতিগতভাবে স্বাধীন স্বাতন্ত্র্যমন্ডিত আইন। অপরদিকে পেনাল কোডের বিষয় হচ্ছে কোনো অপরাধের প্রকৃতির সংজ্ঞা দান এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে যথোপযুক্ত শাস্তি নির্ধারণ করা। এটিই হচ্ছে প্রক্রিয়াগত আইন এবং স্বাধীন বৈশিষ্ট্যমন্ডিত আইনের মধ্যে পার্থক্য।
পেনাল কোডের দন্ডবিধান ছাড়াও বিশেষ এবং স্থানীয় আইন ফৌজদারি আইনের আওতাভুক্ত। বিশেষ আইনসমূহ বিশেষ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলো পেনাল কোডে অন্তর্ভুক্ত হলেও তা যথার্থ শাস্তি বা দ্রুত বিচারের নিশ্চয়তা দেয় না। দৃষ্টান্তের মধ্যে রয়েছে দুর্নীতি দমন সংক্রান্ত আইন, নির্যাতন বা আক্রমণ থেকে মহিলাদের রক্ষা করার জন্য আইন, ইত্যাদি। স্থানীয় আইনসমূহ প্রধানত পৌর আইনের সঙ্গে সম্পৃক্ত এবং তা নগর এলাকায় সংঘটিত অপরাধ দমন নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।

Related Posts:

  • যুক্তি-তর্কের জমজমাট আয়োজ ‘এই সংসদ জনগণের দাবির পরিপ্রেক্ষিতে কোনো মন্ত্রীর অপসারণকে সমর্থন করে না’—সরকারি দলের এই প্রস্তাবে লেগে যায় তুমুল তর্ক। এক পক্ষ যুক্তি দেয় তো অপর পক্ষ তা খণ্ডন করে ছুড়ছে আরেক যুক্তি। একের পর এক যুক্তিবাণে ত্রাহি অবস্থা দু… Read More
  • যুক্তির মিছিলে ভাষার জয়গানমঞ্চে যুক্তি-তর্কের খেলা। মুখোমুখি সরকারি ও বিরোধী দল। তর্কের বিষয় ‘চিন্তার বিবর্তনে ভাষা হোক হাতিয়ার’। দুই পক্ষের যুক্তির মিছিলে বারবার ধ্বনিত হচ্ছিল ভাষার জয়গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয… Read More
  • শেষ হলো ব্যবসায় ধারণাবিষয়ক প্রতিযোগিতা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ব্যবসায় ধারণাবিষয়ক প্রতিযোগিতা ‘পিইউডিএস বিজ প্রফেশনাল্স’-এর চূড়ান্ত পর্ব ২ মার্চ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক… Read More
  • পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরুপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। তৃতীয়বারের মত আয়োজিত এ উৎসবে ঢাকা… Read More
  • বিতর্ক তথ্যসূত্রের দ্বিতীয় পর্ব।এবারের বিষয় বিটকয়েনঃ বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না।২০০৮ সালে সাতোশি নাকামোত… Read More

0 comments:

Post a Comment

Unordered List

আর্কাইভ

ইউটিউব গ্যালারি

sfd

sfd

আমাদের কথা

বেশি পড়া হয়েছে

যুক্ত হউন

সাম্প্রতিক

আপনি একজন ............

জানতে চাই আপনার কথা

Name

Email *

Message *