চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃতীয়বারের মত আয়োজিত এ উৎসবে ঢাকা, সিলেটসহ সারা দেশের ২৪ টি বিতার্কিক দল অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)।
চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- এই সংসদ মনে করে, তৃতীয় বিশ্বের দেশসমূহের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন দু’মেয়াদী সরকার ব্যবস্থা।
বিতর্কে বিরোধী দলে থাকা ইউএসটিসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি দলে অবস্থানকারী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাব্বির আহমেদ। প্রতিযোগিতার ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চুয়েট বিতর্ক দলের শুভদ্বীপ কর।
উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, ‘পুরো পৃথিবীটা যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। বড় বড় বিজ্ঞানী থেকে শুরু করে দার্শনিক, ইতিহাসবিদ সবাই যুক্তি দিয়ে তাদের দর্শন তুলে ধরেছে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিতর্কের মাধ্যমে যুক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। আর বিতর্ক হতে হবে তথ্যনির্ভর, এজন্য লেখাপড়ার কোনো বিকল্প নেই।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা, সাইফুদ্দিন মুন্না, সংগঠনের সভাপতি সাবের শাহ, সহ-সভাপতি শহীদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম
8:32 PM
Moin Uddin
No comments
Related Posts:
পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরুপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। তৃতীয়বারের মত আয়োজিত এ উৎসবে ঢাকা… Read More
প্রিমিয়ারে পিইউডিএস বিজ প্রফেশনালস্’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত আজাদী প্রতিবেদন ॥হাতে আছে ১ কোটি টাকা। চট্টগ্রামকে টার্গেট করে প্রতিষ্ঠা করতে হবে লাভজনক কোনো ব্যবসা। সময় দেয়া হল ৭ দিন। যেমন শর্ত, তেমন পরিকল্পনা। নিত্যনতুন অভিনব ধারণা তৈরিতে নেমে পড়ল একদল শিক্ষার্থী। জরিপ, ইন্টারনেট সার্ফিং,&n… Read More
পিইউডিএস জাতীয় বিতর্কে অনুপম সেন ।। দেশকে এগিয়ে নিতে বিতর্কের মাধ্যমে যুক্তিকে প্রতিষ্ঠা করতে হবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব শনিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয়বারের মত আয়োজিত এ… Read More
যুক্তির মিছিলে ভাষার জয়গানমঞ্চে যুক্তি-তর্কের খেলা। মুখোমুখি সরকারি ও বিরোধী দল। তর্কের বিষয় ‘চিন্তার বিবর্তনে ভাষা হোক হাতিয়ার’। দুই পক্ষের যুক্তির মিছিলে বারবার ধ্বনিত হচ্ছিল ভাষার জয়গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয… Read More
পিইউডিএস বিতর্কে বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-২০১৪ চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্বব… Read More
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment