প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব শনিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয়বারের মত আয়োজিত এ উৎসবে ঢাকা,সিলেটসহ সারা দেশের ২৪টি বিতর্ক দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ইউএসটিসি)। ফাইনাল বিতর্কের বিষয় ছিলএই সংসদ মনে করেতৃতীয় বিশ্বের দেশসমূহের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন ২ মেয়াদী সরকার ব্যবস্থা। বিতর্কে বিরোধী দলে থাকা ইউএসটিসি বিতর্ক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি দলে অবস্থানকারী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাব্বির আহমেদ। প্রতিযোগিতার ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চুয়েট বিতর্ক দলের শুভদ্বীপ কর।

উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঅনুপম সেন। পিইউডিএস চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে সমাপনী পর্বে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরীপিইউডিএস এর মডারেটর সঞ্জয় বিশ্বাসহিল্লোল সাহা,সাইফুদ্দিন মুন্না। বক্তব্য রাখেন পিইউডিএস এর সভাপতি সাবের শাহসহসভাপতি শহীদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম। প্রধান অতিথি বলেন পুরো পৃথিবীটা যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। বড় বড় বিজ্ঞানী থেকে শুরু করে দার্শনিক,ইতিহাসবিদ সবাই যুক্তি দিয়ে তাঁদের দর্শন তুলে ধরেছে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিতর্কের মাধ্যমে যুক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। আর বিতর্ক হতে হবে তথ্যনির্ভরএজন্য লেখাপড়ার কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘বিতর্ক মানুষকে আলোর পথে চলার পথ দেখায়। পিইউডিএস যে কাজগুলো করছে তা এ আলোর পথের একটি বড় ধাপ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়চুয়েটইউএসটিসিইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়। প্রেস বিজ্ঞপ্তি।

সুত্র- দৈনিক আজাদী 

0 comments:

Post a Comment

Unordered List

আর্কাইভ

ইউটিউব গ্যালারি

sfd

sfd

আমাদের কথা

বেশি পড়া হয়েছে

যুক্ত হউন

সাম্প্রতিক

আপনি একজন ............

জানতে চাই আপনার কথা

Name

Email *

Message *