প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ব্যবসায় ধারণাবিষয়ক প্রতিযোগিতা ‘পিইউডিএস বিজ প্রফেশনাল্স’-এর চূড়ান্ত পর্ব ২ মার্চ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ভিন্নধর্মী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩২টি দল অংশ নেয়। 
প্রতিযোগী দলগুলো নিত্যনতুন ব্যবসায়ের ধারণা, প্রতিষ্ঠিত ব্যবসায়ের কেইস সমাধান, ব্র্যান্ডিং-রি-ব্র্যান্ডিং, প্রমোশনাল বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরে। 
৩২ দল থেকে চারটি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। সবচেয়ে অভিনব ব্যবসার ধারণা দিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্যবসায় অনুষদের সপ্তম অধিবর্ষের দল আর্ক টু এবং রানার আপ হয় এফবিএস ২১তম ব্যাচের দল রিসোর্সফুল। 
সমাপনী দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন ওয়ান ব্যাংকের কর্মকর্তা রাশেদুল আমিন, হাবিব ব্যাংকের কর্মকর্তা মুজিবুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মঈনুল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সুজন কান্তি বিশ্বাস ও মার্কেটিং বিভাগের সভাপতি সাদিয়া আকতার। 
পিইউডিএসের প্রধান সঞ্চালক জুলিয়া পারভিনের সভাপতিত্বে সমাপনী পর্বে বক্তব্য দেন সঞ্চালক সঞ্জয় বিশ্বাস, সাইফুদ্দিন, পোয়েটিক ইংলিশ জোনের প্রধান নির্বাহী মাশরুর ও পিইউডিএসের সভাপতি সাবের শাহ্। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সুত্র - প্রথম আলো 

Related Posts:

  • গনতন্ত্র নিয়ে কিছু প্রশ্ন "একটি জ্ঞানাহরনুদ্দেশ্য মুলক পোস্ট" নিজেকে হয় নাই চেনাঅনেকদিন ধরেই একটা প্রশ্নের উত্তর খুজে ফিরে আসছি। বিশ্বের পরাশক্তি দেশ থেকে শুরু করে চুনোপুটি দেশ পর্যন্ত সবাই গনতন্ত্রের জন্য চিৎকার করে গলা ফাটাচ্ছেন যার অর্থ দাঁড়ায় গনতন্ত্রই হল সকল শান্তির আসল মন্ত্র… Read More
  • গণতান্ত্রিক বিধি-ব্যবস্থার মধ্যে সংসদীয় গণতন্ত্র বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সর্বোৎকৃষ্ট পন্থা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, এর বিকাশ ও চর্চাকে দেশ ও জনগণের কল্যাণের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া জাতীয় কর্তব্য হিসেবেই বিব… Read More
  • সার্ক : পরিবর্তিত বাস্তবতা, সফলতার পথে বাধা ও সম্ভাবনা গত ২৮-২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হল ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন। সার্কের এ রজতজয়ন্তীতে আটটি দেশের সরকার প্রধান ও নয় পর্যবেক্ষক দেশ বা জোটের প্রতিনিধিরা একত্রিত হন হিমালয়ের এ ছোট্ট দেশটিতে। আগের সার্ক শীর্ষ সম্মে… Read More
  • আসছে ‘এআইআইবি’ ও ‘ব্রিক্স বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কার্যক্রমে যুক্তরাষ্ট্র, তার মিত্রদেশগুলো এবং জাপানের অত্যধিক প্রভাবে নাখোশ হয়ে নতুন বিশ্বজনীন ব্যাংক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চীন ও উন্নয়নশীল দেশ… Read More
  • জাতিসংঘ কি? ও তার কার্যাবলী  জাতিসঙ্ঘ (রাষ্ট্রসঙ্ঘ) বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারষ্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি র… Read More

0 comments:

Post a Comment

Unordered List

আর্কাইভ

ইউটিউব গ্যালারি

sfd

sfd

আমাদের কথা

বেশি পড়া হয়েছে

যুক্ত হউন

সাম্প্রতিক

আপনি একজন ............

জানতে চাই আপনার কথা

Name

Email *

Message *