হাতে আছে ১ কোটি টাকা। চট্টগ্রামকে টার্গেট করে প্রতিষ্ঠা করতে হবে লাভজনক কোনো ব্যবসা। সময় দেয়া হল ৭ দিন। যেমন শর্ত, তেমন পরিকল্পনা। নিত্যনতুন অভিনব ধারণা তৈরিতে নেমে পড়ল একদল শিক্ষার্থী। জরিপ, ইন্টারনেট সার্ফিং, কর্পোরেট ব্যক্তিবর্গের কাছ থেকে পরামর্শ নিয়ে তৈরি হয়ে গেল নতুন ব্যবসায় ধারণা। আর তা তুলে ধরা হল ভবিষ্যৎ বিনিয়োগকারীদের সামনে।
আর এর মধ্যে বাঁশ দিয়ে পরিবেশ বান্ধব আসবাব তৈরির ধারণা দিয়ে পুরস্কার জিতে নিল একটি দল। কথা হচ্ছিল নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজিত ব্যবসায় ধারণা বিষয়ক ভিন্নধর্মী প্রতিযোগিতা ‘পিইউডিএস বিজ প্রফেশনাল্স’ এর গ্র্যান্ড ফিনালে নিয়ে। গতকাল ২ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগি দলগুলো নিত্যনতুন ব্যবসায়ের ধারণা, প্রতিষ্ঠিত ব্যবসায়ের কেইস সমাধান, ব্র্যান্ডিং,রি-ব্র্যান্ডিং, প্রমোশনাল বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৩২টি দল থেকে ৪টি দল ফাইনালে উত্তীর্ণ হয়। সবচেয়ে অভিনব ব্যবসার ধারণা দিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ব্যাবসায় ফ্যাকাল্টির ৭ম অধিবর্ষের দল আর্ক টু এবং রানার আপ হয় এফবিএস ২১তম ব্যাচের দল রিসোর্সফুল।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদুল আমিন রাশেদ,হাবিব ব্যাংকের কর্পোরেট রিলেশনশীপ ম্যানেজার মুজিবুর রহমান মনি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মঈনুল হক ভূঁইয়া,ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সুজন কান্তি বিশ্বাস, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সাদিয়া আকতার। পিইউডিএস’র চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী পর্বে আরও উপস্থিত ছিলেন পিইউডিএস’র মডারেটর সঞ্জয় বিশ্বাস,সাইফুদ্দিন মুন্না, পোয়েটিক ইংলিশ জোনের প্রধান নির্বাহী মাশরুর ও পিইউডিএস সভাপতি সাবের শাহ্।
8:22 PM
Moin Uddin
No comments
Related Posts:
পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরুপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। তৃতীয়বারের মত আয়োজিত এ উৎসবে ঢাকা… Read More
পিইউডিএস বিতর্কে বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-২০১৪ চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্বব… Read More
প্রিমিয়ারে পিইউডিএস বিজ প্রফেশনালস্’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত আজাদী প্রতিবেদন ॥হাতে আছে ১ কোটি টাকা। চট্টগ্রামকে টার্গেট করে প্রতিষ্ঠা করতে হবে লাভজনক কোনো ব্যবসা। সময় দেয়া হল ৭ দিন। যেমন শর্ত, তেমন পরিকল্পনা। নিত্যনতুন অভিনব ধারণা তৈরিতে নেমে পড়ল একদল শিক্ষার্থী। জরিপ, ইন্টারনেট সার্ফিং,&n… Read More
পেশীশক্তি নয় চাই বুদ্ধিশক্তিপেশীশক্তি নয় চাই বুদ্ধিশক্তি পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরু পেশীশক্তি নয় চাই বুদ্ধিশক্তি | পিইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আইটি বিশেষজ্ঞ মুনীর হাসান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বি… Read More
পিইউডিএস জাতীয় বিতর্কে অনুপম সেন ।। দেশকে এগিয়ে নিতে বিতর্কের মাধ্যমে যুক্তিকে প্রতিষ্ঠা করতে হবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব শনিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয়বারের মত আয়োজিত এ… Read More
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment