মঞ্চে যুক্তি-তর্কের খেলা। মুখোমুখি সরকারি ও বিরোধী দল। তর্কের বিষয় ‘চিন্তার বিবর্তনে ভাষা হোক হাতিয়ার’। দুই পক্ষের যুক্তির মিছিলে বারবার ধ্বনিত হচ্ছিল ভাষার জয়গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের চিত্র এটি। ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলা চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিতর্ক ক্লাবের ৩০টি দল।

২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাস মিলনায়তনে বসে প্রতিযোগিতার সমাপনী পর্বের আসর। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। তিনি বলেন, ‘বিতর্ক মানুষের চিন্তাশক্তি ও যুক্তিবোধকে বৃদ্ধি করে। সভ্যতার বিবর্তনে পুরো বিশ্বজগৎ যখন যুক্তির মাধ্যমে চলে, তখন আমাদের সমাজকেও যুক্তির আলোকে বিনির্মাণ করতে হবে।

পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে সমাপনী পর্বের আয়োজনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মো. ইফতেখার মনির, প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী, সহকারী প্রক্টর আব্দুর রহিম, টোটন চন্দ্র মল্লিক, কিংশুক ধর, মো. তরিকুল আলম, পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস ও সাইফুদ্দিন। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন পিইউডিএসের সাবেক সভাপতি সাবের শাহ, সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সংসদীয় বিতর্কে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় সরকারি দলে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এ আয়োজনে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক শুভদ্বীপ কর। সমাপনী পর্বের আসরে কথামালা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এরপর কেক কেটে পিইউডিএসের পঞ্চম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
সুত্র -  প্রথম আলো 

Related Posts:

  • ভ্যাটমুক্ত শিক্ষা কেন নয়? হিংসা-প্রতিহিংসার নোংরা রাজনীতির খেলা সর্বত্র বিরাজমান। যে খেলার শুরুটা নিরুত্তাপ হলেও শেষ পরিণতি খুবই ভয়াবহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। এমন পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট ইস্যুটি অন্যায়, জুলুম, সংবাদের ভ… Read More
  • বিতর্কের নানা রূপ বিতর্ক হল বিশেষভাবে তর্ক। অতি সাধারণ কথায় একটি নির্দিষ্ট বিষয়ে দলীয় অবস্থান থেকে তত্ত্ব উদাহরণ ও তথ্য দিয়ে যুক্তিপূর্ণভাবে নিজের বক্তব্য উপস্থাপনাই হল বিতর্ক। বিতর্ককে বলা হয় উদ্বুদ্ধকরণ শিল্প। প্রাচীনকালে গ্রীসের এই … Read More
  • আয়কর ও মূসক সম্পর্কেধারণা এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ২৬ এপ্রিল এসেছিলেন হোমবাউন্ড প্যাকারস ও শিপারস লিমিটেডের কর ও আইনবিষয়ক ব্যবস্থাপক মো. আরশেদ আলী। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়… Read More
  • সংসদীয় বিতর্কের নিয়মাবলী পটভূমিঃ বিতর্ক অঙ্গনে ৯১ এর সংবিধান সংশোধনীর আগে থেকেই বিভিন্নভাবে সংসদীয় বিতর্কের চর্চা প্রচলিত থাকলেও অনেকটা জাতীয় রাজনীতির উপচে পড়া প্রভাবে মূলধারার বিতর্ক মডেল পরিণত হয় ’৯২-৯৩ বা সমসাময়িক সময়ে। অল্প সময়ের মধ্যে সং… Read More
  • উপজাতি ! নাকি আদিবাসী ? সমার্থক ও সম্বোধনসূচক শব্দ বা নাম ব্যবহার বিষয়ক সাধারণ আলোচনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহুসংখ্যক স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। বাঙালিদের সাথে একই ভৌগলিক সীমারেখার মধ্যে বসবাস করলেও এই সব জনগোষ্ঠীর প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা ভাষা, ঐতি… Read More

0 comments:

Post a Comment

Unordered List

আর্কাইভ

ইউটিউব গ্যালারি

sfd

sfd

আমাদের কথা

বেশি পড়া হয়েছে

যুক্ত হউন

সাম্প্রতিক

আপনি একজন ............

জানতে চাই আপনার কথা

Name

Email *

Message *