পেশীশক্তি নয় চাই বুদ্ধিশক্তি পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরু পেশীশক্তি নয় চাই বুদ্ধিশক্তি | পিইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আইটি বিশেষজ্ঞ মুনীর হাসান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব গতকাল ১৯জুন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। তৃতীয়বারের মত আয়োজিত এ উৎসবে ঢাকা, সিলেটসহ সারা দেশের ২৪ টি বিতর্ক দল অংশ নেয়। উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব যুগ্ম জেলা জজ মাহবুবুর রহমান।
পিইউডিএস চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর বিভাগীয় সম্পাদক মুনীর হাসান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, পিইউডিএস মডারেটর সাইফুদ্দিন মুন্না, সভাপতি সাবের শাহ্, সহ সভাপতি শহিদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম। প্রধান অতিথি বলেন, ‘ কোনো জাতি যদি পেশী শক্তির চেয়ে বুদ্ধিশক্তিতে জোড় দেয় তাহলে সে জাতি সবচেয়ে বেশি এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিতর্ক আমাদেরকে বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। অনুষ্ঠানের বিশেষ অতিথি মুনীর হাসান বলেন, ‘বাংলাদেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এ অগ্রগতিকে টিকিয়ে রাখতে চাইলে তরুণদের এগিয়ে আসতে হবে। বিতর্কের মত সৃষ্টিশীল কাজের মাধ্যমে মেধাবীদের দেশের দায়িত্ব নিতে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরিবেশনায় বেলুন বিতর্ক ও পিইউসি রোবোটিক্স ক্লাবের পরিবেশনায় রোবট শো অনুষ্ঠিত হয়। আজ সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও ২১ জুন বিকাল ৪টায় চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবের সহযোগিতা করছে স্মরণিকা কমিউনিটি সেন্টার।
সুত্র - সুপ্রভাত বাংলাদেশ
8:35 PM
Moin Uddin
1 comment
Related Posts:
ভ্যাটমুক্ত শিক্ষা কেন নয়? হিংসা-প্রতিহিংসার নোংরা রাজনীতির খেলা সর্বত্র বিরাজমান। যে খেলার শুরুটা নিরুত্তাপ হলেও শেষ পরিণতি খুবই ভয়াবহ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। এমন পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট ইস্যুটি অন্যায়, জুলুম, সংবাদের ভ… Read More
বিদ্যুৎ খাতে ভর্তুকি ও আইএমএফ শর্তের বেড়াজালে কঠিন করা হচ্ছে কেন জনগণের জীবনযাত্রাকে? গ্যাস ও বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি ২০১৫ সালের জানুয়ারি মাসে শেষ হওয়া কথিত ‘গণশুনানি’র ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়েছে। তবে নতুন দাম কবে ঘোষণা করা হবে তা এখনো ঠিক হ… Read More
উপজাতি ! নাকি আদিবাসী ? সমার্থক ও সম্বোধনসূচক শব্দ বা নাম ব্যবহার বিষয়ক সাধারণ আলোচনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহুসংখ্যক স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। বাঙালিদের সাথে একই ভৌগলিক সীমারেখার মধ্যে বসবাস করলেও এই সব জনগোষ্ঠীর প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা ভাষা, ঐতি… Read More
আয়কর ও মূসক সম্পর্কেধারণা এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ২৬ এপ্রিল এসেছিলেন হোমবাউন্ড প্যাকারস ও শিপারস লিমিটেডের কর ও আইনবিষয়ক ব্যবস্থাপক মো. আরশেদ আলী। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়… Read More
বিষয়: ১৪৪ ধারা ও মেট্রোপলিটন এলাকা "১৪৪ ধারা" শব্দদ্বয় সম্পর্কে বাংগালীর অভিজ্ঞতা অনেক পুরনো এবং জানাশুনাও অনেক পুরনো। বাংলা সিনেমার বদৌলতে দন্ডবিধির ৩০২ ধারা সম্পর্কে আমজনতা জানলেও আমাদের আলোচ্য ধারাটা বাংগালী জাতির গোচরীভূত হয় স্বাধিকার আন্দোলনের সময় থেকে… Read More
Subscribe to:
Post Comments (Atom)
i'm a student of national university. i live in ctg. i am really interested to join . if i can do u let me know regarding the the procedure.
ReplyDelete