‘এই সংসদ জনগণের দাবির পরিপ্রেক্ষিতে কোনো মন্ত্রীর অপসারণকে সমর্থন করে না’—সরকারি দলের এই প্রস্তাবে লেগে যায় তুমুল তর্ক। এক পক্ষ যুক্তি দেয় তো অপর পক্ষ তা খণ্ডন করে ছুড়ছে আরেক যুক্তি। একের পর এক যুক্তিবাণে ত্রাহি অবস্থা দুই দলেরই। অবশেষে পরাস্ত হয় সরকারি দল। ব্রিটিশ সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিয়োগিতার আসর বসে ১৩ ডিসেম্বর নগরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে। এতে সরকারপক্ষের উচ্চকক্ষে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল এফবিডিএ-৩ ও নিম্নকক্ষে এফবিডিএ-১। অপর দিকে বিরোধী দলের উচ্চকক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউডিএস-৩ ও নিম্নকক্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল।
তর্কের লড়াইয়ে অবশেষে চ্যাস্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল সিইউডিএস-৩। রানার্সআপ হয় এফবিডিএ-১। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার ওঠে সিইউডিএসের বিতার্কিক জাহেদুর রহমানের হাতে। প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতে নেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক আনিসুর রহমান।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক দল।
চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মাহবুবুর রহমান ও প্রাইম ব্যাংক লিমিটেডের কার্যনির্বাহী সহসভাপতি এস এইচ মুখতার আহমেদ। পিইউডিএসের সাবেক সভাপতি সাবের শাহের সঞ্চালনায় সমাপনী আয়োজনে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি সাদাত জামান খান।
বক্তব্য দেন পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীন, মডারেটর সঞ্জয় বিশ্বাস, সাইফুদ্দিন, হিল্লোল সাহা, সংগঠনের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শুভাশিষ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, যুক্তির চর্চা মানুষের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করে। আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের নিয়মিতভাবে বিতর্কের চর্চা করে যাওয়া উচিত। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুক্তির পথে এগিয়ে যেতে পিইউডিএসের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সহায়তা করবে। সমাপনী পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় গানে গানে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে ব্যান্ড দল মানচিত্র
 সুত্র প্রথম আলো 

Related Posts:

  • সংসদীয় বিতর্কের নিয়মাবলী পটভূমিঃ বিতর্ক অঙ্গনে ৯১ এর সংবিধান সংশোধনীর আগে থেকেই বিভিন্নভাবে সংসদীয় বিতর্কের চর্চা প্রচলিত থাকলেও অনেকটা জাতীয় রাজনীতির উপচে পড়া প্রভাবে মূলধারার বিতর্ক মডেল পরিণত হয় ’৯২-৯৩ বা সমসাময়িক সময়ে। অল্প সময়ের মধ্যে সং… Read More
  • বিতর্কের নানা রূপ বিতর্ক হল বিশেষভাবে তর্ক। অতি সাধারণ কথায় একটি নির্দিষ্ট বিষয়ে দলীয় অবস্থান থেকে তত্ত্ব উদাহরণ ও তথ্য দিয়ে যুক্তিপূর্ণভাবে নিজের বক্তব্য উপস্থাপনাই হল বিতর্ক। বিতর্ককে বলা হয় উদ্বুদ্ধকরণ শিল্প। প্রাচীনকালে গ্রীসের এই … Read More
  • চুয়েটে প্রযুক্তি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রযুক্তি বিষয়ক আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং … Read More
  • প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিতর্ক আসরের সমাপণী-২০১৫  রোববার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেসিদে রোড ক্যাম্পাসে আইন বিভাগের বিতর্ক সংগঠন ডিবেট ক্লাব অব ল’র (ডিসিএল) আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ১৬… Read More
  • প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন-২০১৫ ক্লাস ও পরীক্ষার ফাঁকে গত ডিসেম্বর মাসজুড়েই নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ জমজমাট ছিল নানা আয়োজনে। বিভাগের ডিবেট ক্লাব অব ল সংগঠনের আয়োজনে ছিল বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ মানবাধিকার দিবসের দেয়াল… Read More

0 comments:

Post a Comment

Unordered List

আর্কাইভ

ইউটিউব গ্যালারি

sfd

sfd

আমাদের কথা

বেশি পড়া হয়েছে

যুক্ত হউন

সাম্প্রতিক

আপনি একজন ............

জানতে চাই আপনার কথা

Name

Email *

Message *