প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। তৃতীয়বারের মত আয়োজিত এ উৎসবে ঢাকা,সিলেটসহ দেশের ২৪টি বিতর্ক দল অংশগ্রহণ করছে। 

উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব(যুগ্ম জেলা জজ পদমর্যাদামোহাম্মদ মাহবুবুর রহমান। পিইউডিএস চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসানদৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলপিইউডিএস মডারেটর সাইফুদ্দিন মুন্নাসভাপতি সাবের শাহ্‌সহ সভাপতি শহিদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম। প্রধান অতিথি বলেনকোনো জাতি যদি পেশী শক্তির চেয়ে যদি বুদ্ধিশক্তিতে জোড় দেয় তাহলে সে জাতি সবচেয়ে বেশী এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিতর্ক আমাদেরকে বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে সবচেয়ে বেশী সাহায্য করতে পারে।
 অনুষ্ঠানের বিশেষ অতিথি মুনীর হাসান বলেন,বাংলাদেশ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এ অগ্রগতিকে টিকিয়ে রাখতে চাইলে তরুণদের এগিয়ে আসতে হবেবিতর্কের মত সৃষ্টিশীল কাজের মাধ্যমে মেধাবীদের দেশের দায়িত্ব নিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরিবেশনায় বেলুন বিতর্ক ও পিইউসি রোবোটিক্স ক্লাবের পরিবেশনায় রোবট শো অনুষ্ঠিত হয়। আজ ২৪টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও ২১ জুন বিকাল ৪টায় চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গনে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়চুয়েটইউএসটিসিইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়। প্রেসবিজ্ঞপ্তি।

সুত্র - দৈনিক আজাদী 

0 comments:

Post a Comment

Unordered List

আর্কাইভ

ইউটিউব গ্যালারি

sfd

sfd

আমাদের কথা

বেশি পড়া হয়েছে

যুক্ত হউন

সাম্প্রতিক

আপনি একজন ............

জানতে চাই আপনার কথা

Name

Email *

Message *